স্থানীয় সংবাদ
ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ায় দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্বেগ, শোক ও ঘাতকদের বিচার দাবি

খবর বিজ্ঞপ্তি : ঝালকাঠি জেলার গাবখান ব্রিজের টোল প্লাজায় গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিরপরাধ মানুষ নিহত হওয়ায় গভীর শোক, চরম উদ্বেগ, উপযুক্ত ক্ষতিপূরণ এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এরূপ মর্মান্তিকভাবে মানুষ নিহত হওয়ার এই মর্মস্পর্শী দুর্ঘটনাকে ‘ সরাসরি হত্যাকান্ড ‘ হিসেবে আখ্যায়িত করে অপরাধীদের আইনের আওতায় এনে ” দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ উপযুক্ত ক্ষতিপূরণ আদায় এখন সময়ের দাবি বলে উল্লেখ করেছেন পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি, মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার সহ পরিষদের নেতৃবৃন্দ।