স্থানীয় সংবাদ

মেগা র‌্যাফেল ড্র বিজয়ীকে বাজাজ পালসার এন ১৬০ প্রদান করল উত্তরা মোটর্স

ঈদের খুশি বাজাজ এ বেশি

খবর বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি বাজাজ এ বেশি ক্যাম্পেইন এ উত্তরা মোটর্স লিমিটেড এর যে কোন শোরুম / ডিসপ্লে সেন্টার থেকে পালসার এন সিরিজের সাথে ছবি তুলে নিজস্ব ফেসবুক পেইজে হ্যাসটেগ (#) ব্যবহার করে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বাজাজ পালসার এন ১৬০ এবং বাজাজ পালসার এন ২৫০ সহ আরও অনেক আকর্ষনীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ।
মেগা র‌্যাফেল ড্র এর মাধ্যমে বাজাজ পালসার এন ১৬০ বিজয়ী হয়েছেন ঢাকার পান্থপথের গার্ডেন এলাকার জনাব এনজামুল মোল্যা । সম্প্রতি এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে উত্তরা মোটর্স লিমিটেড এর কর্পোরেট অফিসে বিজয়ীকে একটি বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল প্রদান করলেন জনাব সামীর মারডিকার, সিনিয়র ব্যাবস্থাপক বাজাজ অটো লিমিটেড এবং জনাব নাঈমুর রহমান, পরিচালক উত্তরা মোটর্স লিমিটেড। এ সময় বাজাজ অটো এবং উত্তরা মোটর্স এর উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
ঈদ পরবর্তী এই অফারে বাজাজ পালসার এন২৫০ সহ আরও অনেক আকর্ষনীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে, অফারটি চলবে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত । উত্তরা মোটর্স লিমিটেড এর যে কোন শোরুম / ডিসপ্লে সেন্টার থেকে পালসার এন সিরিজের সাথে ছবি তুলে নিজস্ব ফেসবুক পেইজে হ্যাসটেগ (#) ব্যবহার করে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বাজাজ পালসার এন ২৫০ সহ আরও অনেক আকর্ষনীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ গ্রহন করুন। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ১ মোটরসাইকেল বাজাজ মোটরসাইকেল। বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স দেশব্যাপী ১৫টি শাখা অফিস ও ৩৫০ এর অধিক থ্রী এস ডিলার এর মাধ্যমে বাজাজ মোটরসাইকেল বাজারজাতকরন এবং অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষনপ্রাপ্ত মেকানিক্স এর মাধ্যমে থানা/ গ্রাম-গঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button