স্থানীয় সংবাদ

আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন আগামী ২৪ এপ্রিল

অভিভাবক প্রতিনিধি ৫টি পদে দুই প্যানেলে প্রার্থী-১০

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ ঐতিহ্যবাহী আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৮ মার্চ বিদ্যালয়টির নিয়মিত ম্যানিজিং কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটানিং অফিসার । ম্যানিজিং কমিটির ৫টি অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অঘোষিত দুটি প্যানেলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৫ এপ্রিল চুড়ান্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন প্রিজাডিং অফিসার মোঃ রফিকুল ইসলাম। নির্বাচনে অভিভাবক সদস্য প্রতিনিধি ৫টি পদে অঘোষিত দুটি প্যানেলে বিভক্ত হয়ে সর্বদলীয় নাগরিক ঐক্য এবং সর্বদলীয় মনোনীত প্যানেলের ১০জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছে। সর্বদলীয় নাগরিক ঐক্য প্যানেল থেকে আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক মনোনীত প্রার্থী এ্যাড. আলমগীর হোসেন(দেয়াল ঘড়ি), মোঃ রফিকুল ইসলাম(মই), শেখ আঃ রাজ্জাক(আনারস), সৈয়দ শাহরিয়ার(বই) এবং মোসাঃ নুরজাহান নেছা(মটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে সর্বদলীয় মনোনীত প্যানেল থেকে মোঃ মফিজ সরদার(গোলাপ ফুল), মাহমুদুল হাসান(কলস), সৈয়দ জসিম উদ্দীন(দোয়েল পাখি), মোঃ মশিউর রহমান(দোয়াত কলম) এবং মোছাঃ রুমানা ইয়াসমিন(ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় আঙ্গিনায় উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের অভিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয়ের বর্তমান এবং অতিতের বিভিন্ন বিষয়ে চুলচেড়া বিশ্লেষণ করে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচনে বিদ্যালয়ের উন্নয়নে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এমনটাই আশা করছে। বিদ্যালয়টি ম্যানিজিং কমিটির নির্বাচন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য উঠে আসছে। এলাকাবাসী এবং অভিভাবকরা জানিয়েছেন, করোনাকালিন সময়ে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয় যার মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। পরবর্তিতে ২০২২-২৪ সালের ৫ মে পর্যন্ত যে কমিটি গঠন করা হয় তা অনেকে এই কমিটিকে একটি পকেট কমিটি হিসাবে আখ্যা দিয়েছে। অভিযোগ আছে বর্তমান কমিটির মেয়াদে বিদ্যালয়ের উল্লেখ যোগ্য তেমন কোন উন্নয়ন না হলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শৃংখলা তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও বর্তমান কমিটির সভাপতি সৈয়দ শুকুর আলী বলছেন তিনি বিদ্যালয়ের স্বার্থে ব্যপোক উন্নয়ন এবং শিক্ষার মানুন্নায়ন করেছেন। অপর একাধিক সুত্র বলছে, বিদ্যালয়ের দৃশ্যমান অবকাঠামোগত এবং বিদ্যালয়ের শিক্ষার গুনাগত মানউন্নয়ন সহ প্রায় সকল উন্নয়নই হয়েছে সাবেক সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজের মেয়াদকালে। সুত্র বলছে ২০২০ সাল পর্যন্ত টানা ১৩ বছর তার মেয়াদে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণ, বিদ্যালয়ের দৃষ্টিনন্দন গেইট, আধূনিক টয়লেট, আধুনিক বিজ্ঞানাগার । এছাড়াও বিদ্যালয়ের আকর্ষনীয় মডেল মসজিদটি নির্মিত হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ বেগের নিজস্ব অর্থায়নে। তিনি আসন্ন নির্বাচনে সর্বদলীয় নাগরিক ঐক্য প্যানেলকে পুর্ন সমার্থন দিচ্ছেন বলে জানাগেছে। আগামী ২৪ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের মোট ৪৯৫ জন অভিভাবক ভোটার ৫টি অভিভাবক সদস্য প্রতিনিধি পদে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button