সিপিবি’র খুলনা মহানগরের সম্মেলন প্রস্তুতি পরিষদ-এর সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরের সম্মেলন প্রস্তুতি পরিষদের এক সভা গত ১৬এপ্রিল মঙ্গলবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড এইচ এম শাহাদাতের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মোস্তাফিজুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, প্রস্তুতি পরিষদের আহ্বায়ক কমরেড এস এম চন্দন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড জাহানারা আক্তারী, কমরেড রেখা কু-ু, কমরেড পলাশ দাস, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড সুজিত সাহা, কমরেড ধীমান বিশ্বাস, কমরেড আফজাল হোসেন রাজু, কমরেড মৌফারশের আলম লেনিন, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড ওয়াহিদুর রহমান, কমরেড জোবাইদা খানম প্রমুখ। সভায় আগামী ৪ মে ’২৪ তারিখ পার্টির খুলনা মহানগরের ২৩তম সম্মেলন সফল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।