বীর মুক্তিযোদ্ধা কমরেড মনিরুজ্জামানের স্মরণসভা

সিপিবি’র খুলনা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), প্রেসিডিয়াম সাবেক সদস্য, খুলনা জেলা কমিটির সভাপতি ও শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড শেখ মনিরুজ্জামানের ১১তম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণ সভা গত ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে পার্টির খুলনা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতে প্রয়াত কমরেড শেখ মনিরুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পার্টির জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সোহরাব হোসেন, কমরেড জাহানারা আক্তারী, কমরেড রেখা কু-ু, বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড আব্দুর রহমান মোল্লা, কমরেড সুজিত সাহা, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র নেতা নাহিদ হাসান, মোঃ সবুজ প্রমুখ। সভায় প্রয়াত কমরেড শেখ মনিরুজ্জামানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় বক্তারা বলেন, তিনি ছাত্র-জীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে সংম্পৃক্ত ছিলেন। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত হন এবং বৃত্তির টাকা তিনি ছাত্র ইউনিয়নের গরীব ছাত্রদের মাঝে বিতরণ করে দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ¯œাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ না করেই পার্টির নির্দেশে খুলনা খালিশপুর শ্রমিক সংগঠনে যুক্ত হন। তিনি আজীবন পার্টির নিবেদিত কর্মী ছিলেন। তিনি ’৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা তাঁর আদর্শ ধারণ করেন ভবিষ্যতে পথ চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।