যশোরে ভারতীয় স্যালাইনসহ একজন গ্রেফতার

যশোর ব্যুরো : চার হাজার পিস ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনসহ হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার ১৯ এপ্রিল ভোর রাতে যশোর উপশহরের জেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে থেকে উক্ত ভারতীয় পন্যসহ চোরাচালানীকে আটকের পর তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়েছে। আটক হাবিবুর রহমান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর গ্রামের কিরামত আলীর ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস সাংবাদিকেদর জানিয়েছেন, শুক্রবার ১৯ এপ্রিল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপশহর এলাকার জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে ভারতীয় মালামাল নিয়ে এক চোরচালানী অবস্থান করছেন। উক্ত খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালান। এসময় সেখানে অবস্থান করা হাবিবুর রহমানকে ৪ হাজার পিস ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনসহ গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে জব্দকৃত ভারতীয় অবৈধ ইনফিউশন স্যালাইনের বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে হাবিবুর রহমান ব্যর্থ হন। এরপরে রাতেই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দেন। ১৯ এপ্রিল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।