রূপসায় বিআরডিবি মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রূপসা উপজেলা শাখার বর্ধিত সভা গতকাল শনিবার ২০ এপ্রিল সকাল ১১ টায় বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমান সাহা। রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র,অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস,প্রভাষক গৌর চন্দ্র ঢালী,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ তমাল কান্তি ঘোষ,কোষাধ্যক্ষ বিভূতিভূষণ সাহা,প্রচার সম্পাদক পলাশ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল,সহ-গণসংযোগ সম্পাদক অলোক শীল, জেলা শাখার সদস্য লিটন বিশ্বাস খোকন,গোবিন্দ দত্ত, ব্রজেন্দ্রনাথ মন্ডল,মিঠুন কুমার দে মিঠু,সুশান্ত অধিকারী,শংকর সাহা,ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত সরকার রাহুল।বক্তৃতা করেন রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাস,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশিষ কুমার রায়,মিহির পাল,যুৃগ্ম সাধারন সম্পাদক বাসুদেব রায় চৌধুরী,গোপাল চন্দ্র মন্ডল,পিন্টু গোপাল দে,ব্রজেন দাস,মৃন্ময় ধর শিপন,রনজিত সেন,প্রনব বিশ্বাস,রঞ্জু হালদার,তিমির দত্ত,চিত্ত রঞ্জন সেন,কৃষ্ণপদ রায়,জন দাস,পলাশ বিশ্বাস,ইন্দ্রজিত বিশ্বাস,রূপম দাস,বিপ্লব রায়,এ্যাডঃ বিশ্বজিত তরফদার,সঞ্জয় ধর,ব্রজনাথ রায়,বিদুৎ নন্দী,অপূর্ব রায়,হৃদয় ধর,তিশার দত্ত প্রমূখ।