রূপসায় অবৈধ ভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার : বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় রূপসা সাব জোনাল অসিসের উদ্যোগে শানিবার (২০ এপ্রিল) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছিল। এ সময় পল্লী বিদ্যুতের আভিযানিক টিম জানতে পারে রূপসার কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির সন্নিকটে নৈহাটী পূর্ব পাড়ার বাসিন্দা জনৈক্য শহিদুল ইসলাম (মাস্টার) রাস্তার পাশে বিদ্যুৎ এর পোলের কাছে সরকারী গাছ কর্তন করছে। যেখানে বিদ্যুতের লাইন সংযোগ বন্ধ না করায় গাছ কাটার কারণে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। যার কারনে সাব জোনাল অফিসের এজি এম মো. হালিম খান জমিনে উপস্থিত হয়ে গাছ কর্তন বন্ধ করে দেন। পাশাপাশি রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন। এ বিষয়ে শহিদুল ইসলাম (মাস্টার) জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান জানান, বিষয়টি আমি অবহিত হয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।