তেরখাদা যুবদলের সদস্য সচিব আঃ রাজ্জাক কচি’র ইন্তেকাল

খুলনা জেলা ও মহানগর বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি : তেরখাদা উপজেলা যুবদলের সদস্য সচিব, তেরখাদা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কচি মোল¬া (৪৫) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ এপ্রিল) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্ল¬াহি…….রাজিউন)। আসরবাদ মরহুমের নামাজে জানাজা তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে। ত্যাগী-পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন খুলনা জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।