বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাপা’র গাছের চারা বিতরণ

খবর বিজ্ঞপ্তি : উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ রোববার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে গাছে চারা বিতরণ করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ গাছের চারা বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক ইয়াসিন আরাফাত রুমি, হাফিজুর রহমান, সুমন দে, আরেফীন কবির, বেলাল হোসেন প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ মাতৃভূমিকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে পরিবেশ রক্ষার্থে বৃক্ষ নিধন বন্ধ, নতুন নতুন গাছের চারা রোপণের আহ্বান জানান। এছাড়াও নদী, খাল-বিল, পুকুর-জলাশয়, বন-জঙ্গল রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রচলিত আইন প্রয়োগে সংশ্লিষ্টদের আহ্বান জানানোর পাশাপাশি সময়োপযোগী আইন প্রণয়নের দাবী জানান। পরিবেশ দূষণকারী কর্মকা- থেকে নিবৃত থাকতে এবং নিবৃত রাখতে আইন প্রয়োগসহ সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।