ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নিহত ১

যশোর ব্যুরো ঃ ট্রেনে কাটা পড়ে প্রকাশ দাস (২৭) নামে মানসিক ভারসাম্য হীন যুবক নিহত হয়েছেন । ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কেটে তিনি নিহত হন। নিহত প্রকাশ দাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের দেবেন দাসের ছেলে।
২২ এপ্রিল সোমবার সকালে উপজেলার সুন্দরপুর রেল স্টেশন এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কেটে তিনি নিহত হন। সংবাদ শুনে যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এস আই মনোতোষ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের সাথে কথা বলেন। দুর্ঘটনা নিহত প্রকাশ দাস সম্পর্কে ইনচার্জ এস আই মনোতোষ বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ দাস মানসিক ভারসাম্যহীনতায় জীবন যাপন করছিলেন। সোমবার সকাল ৮টার দিকে তিনি ওই এলাকার রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ও সাবধানতাবশত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সামনে তিনি পড়ে নিহত হন। তার দেহ ৮ থেকে ৯ টুকরা হয়েছে। তিনি আরো জানান ,পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্ত ছাড়াই নিহতর ভাই সুভাষ দাস ও নিহতের স্ত্রীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।