স্থানীয় সংবাদ

মোল্লাহাটে রাস্তায় ট্রলি চাপায় প্রাণ গেল চালকসহ ভ্যান যাত্রী এক নারীর

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে বালুবাহী ট্রলি চাপায় ভ্যান চালকসহ নারী ভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহত ভ্যান যাত্রী রাহেলা বেগম (৫৮) উপজেলার ভান্ডার খোলা গ্রামের মৃত আলী অকবর মোল্লার স্ত্রী আর ভ্যান চালক আজাহার মুন্সি(৪৫) একই উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকালে রাহেলা বেগম মেয়ে জামাইবাড়ী যাওযার জন্য আজাহার মুন্সির ভ্যানে চড়েন। ভ্যানটি মোল্লাহাট হাসপাতাল মোড়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় বালু ভর্ত্তি একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিয়ে স্থানীয় রোকন উদ্দিন প্লাজার দোকানে ঢুকে পড়ে। এতে রাহেলা বেগম ও ভ্যান চালক আজাহার আলী (৪৫) মারাত্বক আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের দ্রুত মোল্লাহাট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগম কে মৃত ঘোষনা করেন এবং আজাহার আলী কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খুলনার নেওয়ার পথেই আজাহার আলী মারা যান। ঘটনার পরই ট্রলি চালক রাজিব সিকদার ট্রলি রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গাড়ফা গ্রামের ফিরোজ সিকদারের ছেলে ট্রলি চালক রাজিব সিকদার বালূ ভর্ত্তি করে বে-পরোয়া গতিতে এসে হাসপাতাল মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের পিছন থেকে চাপা দিয়ে স্থানীয় রোকন উদ্দিন প্লাজা নামক মার্কেটের একটি দোকানের শার্টারে মেরে দেয়। এ সময় স্থানীয় জনগন ছুটে আসলেও ট্রলি চালক রাজিব কে আটক করতে পারে নাই। প্রত্যক্ষদর্শীরা বলেন, কোন প্রশিক্ষন ছাড়াই রাস্তায় অবৈধভাবে বে-পরোয়া গতিতে ট্রলি চালনায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ হতাহত হচ্ছে। তাই রাস্তায় বে-পরোয়া এই যান চলাচল বন্ধ করে দেয়ার জন্য প্রশসনের প্রতি জোর দাবী জানান। মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটন্থলে যায় এবং ট্রলিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে সড়তক দুর্ঘটনায় নিহতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button