খুলনা বিভাগের ৩ জনসহ ৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

উপজেলা নির্বাচন
স্টাফ রিপোর্টার ঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সারা দেশের ৭৫ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। খুলনা বিভাগে যাদেরকে বহিস্কার করা হয়েছে তারা হলেন ঃ ১) মোসাঃ রোমানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি ও সদস্য, সদর উপজেলা বিএনপি। মহিলা ভাইস চেয়ারম্যান। ২) ইশরাত জাহান পুনম, সহ-সভাপতি কুষ্টিয়া জেলা মহিলাদল, খোকসা উপজেলা, কুষ্টিয়া জেলা। মহিলা ভাইস চেয়ারম্যান। ও ৩) মেহেদী হাসান মিন্টু, সদস্য, রামপাল উপজেলা বিএনপি ও আহ্বায়ক, বাগেরহাট জেলা তাঁতীদল, বাগেরহাট জেলা। ভাইস চেয়ারম্যান। এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। বহিষ্কার হওয়াদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন রয়েছেন। এর আগে গতকাল উপজেলা পরিষদের ভোটে অংশ নিতে চাওয়া ৬৪ নেতাকে শোকজ করে বিএনপি। চিঠিতে নেতাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে উত্তর দিতে বলা হয়।