স্থানীয় সংবাদ
সিপিবি’র সম্মেলন সফলের লক্ষ্যে ১৭নং ওয়ার্ড শাখার সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে ১৭নং ওয়ার্ড শাখার এক সভা ২৬ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১০টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সদস্য কমরেড অধ্যাপক সঞ্জয় সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড শরীফুল ইসলাম সেলিম, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড দিলীপ ভাদুড়ী প্রমুখ। সভায় আগামী ৪ মে ’২৪ খুলনা মহানগরের ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয় এবং ওয়ার্ড শাখার নেতা কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।