স্থানীয় সংবাদ

যশোর সদরের এক বাড়িতে সন্ধ্যারাতে ছয় ভরি স্বর্ণালংকর : ১০ ভরি রুপার গহনা চুরি

যশোর ব্যুরো ঃ বাড়িতে স্বামী স্ত্রী না থাকার সুযোগে কৌশলে ঘরে ঢুকে শোকেসের ড্রয়ার থেকে ৬ ভরি স্বর্ণালংকর ও ১০ ভরি রোপ্য অলংকার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে এক চোরের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল দিবাগত গভীর রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার ৬ নং কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর ঘোষপাড়ার মৃত সুভাষ চন্দ্র ষোষের ছেলে আবির ঘোষ। মামলায় আসামী করেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিকারপুর গ্রামের বিবেকসহ অজ্ঞাতনামা ২/৩জনকে। বাদি মামলায় উল্লেখ করেন,গত ২০ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭ টার পর হতে রাত সাড়ে ৯ টার মধ্যে যে কোন সময় উক্ত বিবেক কৌশলে প্রবেশ করে শোকেসে ড্রয়ারে রক্ষিত ২টি ডায়মন্ডের স্বর্ণের আংটি,১ স্বর্ণের গলার চেন,২টি স্বর্ণের ব্রেসলেট,৩জোড়া স্বর্ণের কানের দুল,৩টি স্বর্ণের লকেট,২টি স্বর্ণের আংটি,১টি স্বর্ণের নেকলেস যার ওজন অনুমানি ৬ভরি মূল্য ৮লাখ টাকা এবং ১টি রুপার কোমর বিছা, ১টি রুপার পায়ের বালা ওজন অনুমান ১০ ভরি মূল্য অনুমান ২লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। বাদি মামলায় উল্লেখ করেন,ঘটনার সন্ধ্যার পর থেকে বাদি যশোর শহরে তার স্ত্রী নিপা বিশ^াসহ পরিবারের লোকজন পাড়ার নামযঞ্জ অনুষ্ঠানে ছিল এবং বৃদ্ধা মাতা বিভা রানী ঘোষ বাদির বাড়ির ভিতরে বাদির ৫ মাসের শিশু সন্তানকে নিয়ে আলাদা ঘরে শুয়ে ছিল। ঘটনার সন্ধ্যায় ও রাতে বিবেক বাদির বাড়িতে গেছে। স্বর্ণেরগহনা বের করার সময় বাদি দেখেছিল বলে মামলায় উল্লেখ করেন। পরবর্তীতে বিবেককে জিজ্ঞাসাবাদ করলে সে সন্দেহ জনক কথাবার্তা বলে। বিবেক অজ্ঞাতনামা বিবাদের সাথে নিয়ে বাদির বাসা থেকে স্বর্ণালংকর ও রোপ্য চুরি করেছে বলে বাদিও জোর সন্দেহ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button