স্থানীয় সংবাদ

খুলনা-মংলা মহাসড়কে অটোভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণহাণি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার খুলন-মংলা মহাসড়কে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাইসহ ৩ জন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭ টায় চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমরাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র ভ্যান চালক মোঃ মনি (৪৫), ঝনঝনিয়া গ্রামের রাজ্জাক মোড়লের পুত্র সাইদ মোড়ল (৪৫), একই এলাকার ইকলাস মোড়লের পুত্র আজাদ মোড়ল (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাইদ মোড়ল ও আজাদ মোড়ল দুই চাচাতো ভাই বাবুর বাড়ি জিরো পয়েন্টে মৎস্য আড়তে মাছ বিক্রি শেষে মনি’র ভ্যানযোগে ঘটনাস্থল চেয়ারম্যান মোড়ে পৌছায়। অপরদিক থেকে আসা যশোর ট-১১-৩৮০৬ নম্বর সম্বলিত মোংলাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইদ মোড়ল নিহত হয়। অপর ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে পাশ^বর্তী রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। বাগেরহাট পুলিশ মিডিয়া সেল প্রধান সৈয়দ বাবুল আক্তার জানান, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘাতক ট্রাক ও ট্রাক চালক পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে খুলনা-মংলা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button