স্থানীয় সংবাদ

দৌলতপুরে প্রস্তাবিত শেখ রিজিয়া মা ও শিশু হাসপাতালের স্থান পরিদর্শনে-স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার : খুলনার দৌলতপুরে মহাসিন মরে দৌলতপুর বাজার অভ্যন্তরে অবস্থিত উপজেলা উপর স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীতকরণ করে খুলনা সংসদ সদস্য এসএম কামাল হোসেন ক্ষতি প্রস্তাবিত শেখ রিজিয়া মা ও শিশু হাসপাতালের স্থান পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য উত্তরভুক্ত দৌলতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি পাকিস্তান আমল থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই জায়গাটি সৈয়দপুর ট্রাস্টের অন্তর্ভুক্ত এটা দেখভাল করার দায়িত্ব প্রশাসকের। এখানে ৭৭ শতক জমিরয়েছে। তার মধ্যে ৪৪ শতক জমির উপরে শাস্ত্র কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এখানে অনেক মেহনতি ও জুটপ্রেসের শ্রমিক দুস্থ মানুষরা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এখানে ভালো একটি হসপিটাল এ অঞ্চলের মা শিশু সহ স্বাস্থ্য সেবার বুঝতে হবে। তাই এই অঞ্চলে হাসপাতাল মনে করেন এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের শেখ সৈয়দ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ দাউদ হায়দার, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী,শেখ মফিজুর রহমান হিরু,সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, শেখ ওয়াহিদুজ্জামান,দৌলতপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অশোক কর,আকাঙ্ক্ষা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুবুর রহমান, শেখ ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম সেলিম, বাচ্চু মোড়ল, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার,প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার সভাপতি শেখ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক নান্নু মোড়ল, সিনিয়র সহ-সভাপতি আসাদ বন্দ,জাকির হোসেন,আবুল হোসেন, শরীফ মোড়ল, আসাদ শেখ, সাইফুল ইসলাম মানিক, শ্রমিক হ্যান্ডেলিং ইউনিয়নের কুতুবুদ্দিন, গোলাম মোস্তফা সহবাজার কমিটির নেতৃবৃন্দ। কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দূল খালেক,খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম কে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী ও দৌলতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button