স্থানীয় সংবাদ

তিব্র গরমে বারবার স্যালাইন অথবা পানির সাথে লবন মিশিয়ে খেতে হবে

খুমেকে হিট স্ট্রোকে করনীয় শীর্ষক আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের কারণে তিব্র গরম চলছে। এতে আবহাওয়া অধিদপ্তর গত এক সপ্তাহ ধরে হিট এলার্ট জারি রেখেছে। এরই মধ্যে খুলনা অঞ্চলে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এ অবস্থার মধ্যে গতকাকল হিট স্ট্রোকে করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা মেডিকেল কলেজ ও সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা একদিকে হিট স্ট্রোক থেকে বাচতে সাধারণ মানুষের করণীয় এবং চিকিৎসকদের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞ বক্তব্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন একজন সাধারণ মানুষ হিসাবে দির্ঘক্ষণ একনাগারে সূর্যের নিচে থাকা যাবে না। কিছুক্ষণ কাজ করার পর বিরতি দিতে হবে। আবার পুনরায় কাজ করতে হবে। শরীরে অতিরিক্ত ঘাম হওয়ায় শরীর থেকে লবন ও পানি দুটোই বেরিয়ে যায় ফলে শুধু পানি খেয়ে এ সংকট দুর হবে না। সুযোগ থাকলে স্যালাইন না হলে অন্তত পানির সাথে কিছুটা লবন মিশিয়ে খেতে হবে না হলে অসুস্থ হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ দীন উল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ। অধ্যাপক ডাঃ এসএম কামাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ গৌতম কুমার পাল। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বিএম সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ প্রিতিশ তরফদার। অনুষ্ঠানে মেডিসিন এর বিভিন্ন শাখার শতাধিক চিকিৎসক অংশ নেয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button