স্থানীয় সংবাদ

গাজায় নিরীহ মানুষকে গণহত্যার প্রতিবাদ বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি ঃ গাজার নিরীহ মুসলমান শিশু, নারী-পুরুষদের দখলদার ইসরায়েল বাহিনী নির্বিচারে গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীন নেতৃবৃন্দ। সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নব্য হিটলার ইসরায়েল প্রধানমšী¿ বেঞ্জামিন নেতানিয়াহু এক তরফা ভাবে আন্তজার্তিক আইন কানুন তোয়াক্কা না করে ফিলিস্তিনের গাজায় যুদ্ধের নামে নিরীহ বেসামরিক শিশু, নারী-পুরুষকে হত্যা করে চলেছে। সে যুদ্ধের সকল নিয়ম নীতি ভঙ্গ করেই আগ্রাসন চালিয়ে এক দিকে গাজা অঞ্চলের মামুষের বাড়ী ঘর বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিয়ে একটি ধংস স্তুপের নগরীতে পরিনত করেছে। যা অপসারন করতে গাজাবাসীর সময় লাগবে ১৪ বছর। ২০/৩০ লাখ মানুষ বাস্তচ্যুত। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়ে প্রায় ৭ মাসে দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় সরকারি তথ্য মতে গাজায় প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষকে তারা হত্যা করেছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চলে শত শত মানুষের গণকবর পাওয়ায় মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে। শুধু তাই নয় জীবিত মানুষকে হাত পা বেধে মাটি চাপা দিয়ে মারছে। পৈষাশিক এ ঘটনার প্রতিবাদে ইসরায়েলের মদদ দাতা খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিতে ইসরায়েল বিরোধী এ যাবত কালের সবচেয়ে ভয়াবহ ছাত্র আন্দোলন, যা মার্কিন প্রশাসন কঠিন ভাবে নির্যাতন করেও থামাতে না পারলেও, দাবানলের মত ছড়িয়ে পড়ছে। ইটালি কামাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে দখলদার ইসরায়েল বিরোধী আন্দোলন বিস্তৃত হচ্ছে। বক্তারা আরো বলেন, যুদ্ধ চাই না শান্তি চাই। বিশ্ব মানবতাকে রক্ষার জন্য এখনই সময় এই যুদ্ধ বাজ ইসরায়েল প্রধানমšী¿ নব্য হিটলার বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, তাকে গ্রেপ্তার, অনতি বিলম্বে যুদ্ধ বন্দের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন, গাজায় ত্রান সামগ্রী ও জরুরি ঔষধ সরবারহ থাকতে হবে।
জাতিসংঘসহ আন্তজার্তিক সকল রাস্ট্রের প্রতি যুদ্ধ বন্ধের আহব্বান জানিয়ে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিমুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ. শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, শিক্ষক আ. মান্নান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button