খুলনা সাংবাদিক ইউনিয়নের এডহক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) তে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো. শাহ আলম এবং জেষ্ঠ্য সদস্য এনামুল হক। কমিটি গঠনের বিষয়টি খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে অবগত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদ ধারা-৫ মোতাবেক নির্বাহী পরিষদ নির্ধারিত মেয়াদান্তে নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ায় সংগঠনের সাধারণ সদস্যদের এক-দশমাংশ সদস্যদের আহ্বানে বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত ২৫ এপ্রিল সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সাধারণ সভাটি আহ্বান করে সংগঠনের ৩৬জন সদস্য।
সভার শুরুতে বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধ, ভাষা ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী বীর সেনানী এবং ইউনিয়নের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি এস হাবিব। ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকদ্বয় যথাক্রমে মোজাম্মেল হক হাওলাদার ও সাঈয়েদুজ্জামান স¤্রাটের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. শাহ আলম, এনামুল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন, নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, আবু হেনা মোস্তফা জামাল পপলু, মহেন্দ্র নাথ সেন, কাজী শামীম আহমেদ, লিয়াকত হোসেন, অভিজিৎ পাল, আমিরুল ইসলাম, হাসান আল মামুন প্রমুখ। উল্লেখ্য, ২০২২ সালের ২০ মার্চ ইউনিয়নের সর্বশেষ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।