যশোরে সাতমাইল রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরের সাতমাইল রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক (৩৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে ছিলো কালো গেঞ্জি ও টাউজার। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।
মঙ্গলবার সকালে (৩০ এপ্রিল) রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এরপর ৯৯৯ নম্বরে ফোন দেয়া হয়। ফোন পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে দ্রুত হাজির হয়। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক তদন্তে তার নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ধারণা করেছে ট্রেনে কাটা পড়েই যুবকের মৃত্যু হয়েছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সাতমাইলে ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসী ধারণা করেছে। বিষয়টি জিআরপি ও ডিবি পুলিশ তদন্ত করছে।