খুলনা জেলা মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র মে দিবসে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা মটর সাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি’র উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে কেসিসি সুপার মার্কেট হতে সকাল ৯টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে কেসিসি সুপার মার্কেটের দ্বিতীয়তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ বুলবুল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জহুরুল হক সাগরের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন উপদেষ্টা খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা শেখ আইনুল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ওমর ফরুক কুমার, মোঃ আবু হানিফ, আলম শিকদার, প্রচার সম্পাদক মোঃ এমদাদ, সংগঠনের নির্বাহী সদস্য রায়হান শেখ, জিয়াউল আলম জিয়া, মোহাম্মদ আলী, হাসিবুল হক মুন্না প্রমুখ। সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।