দৌলতপুর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন’র মে দিবস পালন

স্টাফ রিপোর্টার : মহান মে দিবস আন্তর্জাতিক অধিকার আদায়ের দিবস। দৌলতপুর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ( রেজি নং -১৫৫১)উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন। মে দিবস উপলক্ষে বুধবার সকালে দৌলতপুর বাজারে নিজস্ব কার্যালয় আলোচনা সভা, র্যালি ও আত্মদানকারী শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী।বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি আবুল হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ মামুন আকন,সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, মোঃ বিল্লু মোল্লা কোষাধক্ষ মোঃ ইব্রাহিম মোহাম্মদ ইউনুস সহ সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।