খুলনা ৩-আসনের সংসদ সদস্য’র লেবুর শরবত স্যালাইন পানি বিতরণ

# শ্রমজীবি মানুষ ও পথচারীদের মাঝে #
স্টাফ রিপোর্টার ঃ তীব্র তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবি মানুষ ও পথচারীদের মাঝে খুলনা ৩-আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বুধবার সকালে রেলীগেটস্থ নিজস্ব কর্যলয়ের সামনে সাধারণ মানুষকে লেবুর শরবত,স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেন।সার্বিক তত্ত্বাবদানে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাকসুল আলম খাজা,দৌলতপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ সেলিম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছিফুর রশিদ আছিফ,সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু,আুল হোসেন কার্ফু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত মিনা, কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু জাফর হাওলাদার, আকাঙ্ক্ষা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান, তরুণ আওয়ামী লীগ নেতা ও সাবেক যুবলীগ নেতা রানা পরভেজ সোহেল,সাংবাদিক এম রুহুল আমিন,আলী আকবার মুন্সি,এসএম কামরুল, আরিফ চৌধুরী,আনিসুর রহমান,শিশির বার ,মাসুদ প্রধান,রুম্মান,সুমন সহ আওয়ামী লীগ,যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।