নড়াইলে শিশু নিখোঁজ : একদিন পর নদী থেকে লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর সুফিয়া (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুফিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার মুন্সীর মেয়ে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার ইসলামপুর স্লুইচগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,বুধবার সকাল ৯টার দিকে সুফিয়া ইটভাটায় কর্মরত তার পিতার খাবার দিতে বাড়ি থেকে বের হয়।পরে সে আর বাড়িতে ফেরেনি।অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নদীতে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হানপাতাল মের্গে প্রেরণ করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান,ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।