রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়েরকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর ও জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে রূপসা উপজেলা পরিষদের বার বার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বাদ মাগরিব নগরীর ইসলামপুর রোডস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিম, খেলাফত মজলিসের নেতা যথাক্রমে, মো. আকরামুল ইসলাম, মো. মামুনুর রশীদ, জামান বিন রায়হান, ইমদাদুল্লাহ আজমী ডালিম, শেখ মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, খন্দকার জিন্নাত আলী, হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ ফজলুর রহমান, মো. বিলাল হোসেন, মাওলানা মুহিব্বুল্লাহ কাশেমী, মো. আবির হোসেন, মো. মারুফ আহমদ প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান।