স্থানীয় সংবাদ

রূপসা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

# পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে #

রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বিষয়ের উপর পরাজিত প্রার্থীর মিথ্যা তথ্য ভিত্তিক সংবাদ সম্মেলনের প্রতিবাদে নব নির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিব এর পক্ষে সংবাদ সম্মেলন ১০ জুন বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত ঊক্তব্য পাঠ করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম হাবিব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন রূপসা উপজেলা নির্বাচনে প্রথমবারের মত চেয়ারম্যান পদে নির্বাচন করেই জনগনের ভালোবাসায় জয় লাভ করেছি। সম্প্রতি পত্রিকা মারফত জানতে পেরেছি, এ সম্মেলন কক্ষেই এক পরাজিত প্রার্থী সরদার ফেরদৌস আহমেদ বেশ কিছু মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ তুলেছেন।
বরং এই পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা বরং নির্বাচনের আগে ও পরে আমার কর্মী সমর্থকদের মারধর ও লাঞ্ছিত করে। সরদার ফেরদৌস আহমেদ এর কর্মি আইচগাতি ইউনিয়নের যুগিহাটি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে সিরাজুল ও সিরাজুলের ছেলে উষান শেখ এর নেতৃত্বে কাপ পিরিচ এর সমর্থকেরা একই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে খোকন মোড়ল, খোকন মোড়লের ছেলে সোহান মোড়লকে মেরে রক্তাক্ত জখম করে। দেয়াড়া গ্রামের দোয়াত কলম প্রতিকের সমর্থক জাকির খানের ছেলে মো. হাফিজ খানকে ডেকে নিয়ে মারধর করে ও জীবন নাশের হুমকি দেয় বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ও কাপ পিরিচ সমর্থক মো. হোসেন বিশ্বাস তাদের নেতৃত্বে এক দল সন্ত্রাসী। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও রূপসা থানায় অভিযোগ ও জিডি করা হয়েছিলো। রাজাপুর গ্রামে খোকন মিয়ার ছেলে ব্যাংক কর্মচারি সুমন মিয়া ও তাহার স্ত্রী মাকফুল বেগমকে প্রাণনাশের হুমকি প্রদান করে ১নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল মল্লিক ও শেখ হাফিজুর রহমান। নির্বাচনের দিন ফলাফল ঘোষনার পরে পরাজিত কাপ পিরিচের প্রার্থী সরদার ফেরদৌস আহমেদের সমর্থক মিল্কি দেয়াড়ার মো. রানা শেখ ও মহিউদ্দীন খান প্রীতম এর নেতৃত্বে তাদের কর্মীবৃন্দ আমার সমর্থক মো. শরীফ খান ও মো. আকাশ ঢালীকে মারপিট করে মারাত্মক আহত করে। এছাড়া সিংহের চর ৪নং ওয়ার্ড এ আমার সমর্থক মো. শিমুল হোসেন ও রনি মোল্লাসহ ৪ থেকে ৫ জন নেতাকর্মীকে বেদম মারপিট করে আহত করে, চর মুসাব্বারপুর গ্রামের পারভেজ হাওলাদার এবং তার পিতা মো. আলম হাওলাদার। নির্বাচনের দিন সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরে নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে রবিউল ইসলাম লিটু ও গফ্ফার শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী জাবুসা ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর করে। ককটেল বিষ্ফোরন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভেঙ্গে ফেলে। ইউপি সদস্যা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বাবর আলী শেখ ও আওয়ামী লীগ নেতা মো. হাসান শেখসহ চার পাচ জন নেতাকর্মীকে দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে ও প্রাণ নাশের চেষ্টা করে। তারা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় রূপসা থানায় মামলা হয়েছে। যার নং-০২, তাং-০৬ জুন ২০২৪। নৈহাটি ইউনিয়নে সামন্তসেনা গ্রামের নতুন হাটে দোয়াত-কলম মার্কার বিজয় মিছিলে মো. মজিদ ফকির ও মো. হাবিব শেখসহ ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী হামলা করে আনন্দ মিছিল ছত্রভঙ্গ করে দেয় ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজলসহ নেতাকর্মীদের আহত করে। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইউপি সদস্য আজিজুল হক নন্দুসহ উপস্থিত দোয়াত-কলমের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় কাপ পিরিচ সমর্থক অধ্যাপক মনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী। এতে আজিজুল গাজী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মকভাবে আহত হন। এ বিষয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ করা আছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই বিষয়গুলো পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের দ্বারা ঘটিয়ে এখন উদর পিন্ডি ভুদোর ঘাড়ে চাপানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় সব কিছু আইনী ভাবেই লড়বো। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রেখে এসব বিষয়ে মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পূর্নাঙ্গ তদন্ত পূর্বক সঠিক ব্যবস্থা নিবেন বলে আমি বিশ্বাস করি। পরাজিত প্রার্থী এখন দিশেহারা হয়ে সংবাদ সম্মেলনসহ নানা অপতৎপরতায় লিপ্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য ফ.ম আব্দুস সালাম, শিউলি সারওয়ার, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান সরদার ওয়াহিদুজ্জামান মিজান, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, রূপসা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, আইচগাতি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফুজ্জামান মিঠু, আনিসুজ্জামান মিঠু, ইউপি সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, আলমগীর হোসেন শ্রাবণ, রেবেকা বেগম, আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ শেখ, মোঃ বেনজীর হোসেন, মোল্লা মনিরুল ইসলাম, মামুন সেখ, যুবলীগ নেতা শামসুল আলম বাবু, সর্দার জসিম উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, খাইরুজ্জামান সজল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button