খুলনা সাংবাদিক ইউনিয়ন’র দ্বি-বার্ষিক নির্বাচন
কাজল, কবির, তানজির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
খবর বিজ্ঞাপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক হিসেবে মো: হুমায়ূন কবির এবং কোষাধ্যক্ষ পদে মো. হাসানুর রহমান তানজিরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টায় নির্বাচন পরিচালনা কমিটি ১১ টি পদের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। বাকি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি শামীম আশরাফ শেলী ও বিমল সাহা। যুগ্ম সম্পাদক পদে এস এম ফরিদ রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে কামরুল আহসান, দপ্তর সম্পাদক পদে আল মাহমুদ প্রিন্স, নির্বাহী সদস্য পদ নির্বাচিতরা হলেন দিলীপ বর্মন, এসএম নুর হাসান জনি ও এলিন হুসাইন অন্তর। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মল্লিক সুধাংশু তাদের নির্বাচিত ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আব্দুল হালিম ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এডহক কমিটির আহবায়ক সাবেক সভাপতি শেখ আবু হাসান, ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজসহ এডহক কমিটির অন্যান্য সদস্য এবং ইউনিয়নের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেইউজের বর্তমান সংকট নিরসনের লক্ষ্যে গত ২৭ মে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র ১৬ জন সদস্য জরুরিভাবে বিশেষ সাধারণ সভা আহবানে জন্য ইউনিয়নের সভাপতি – সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন। ওই দিনই সাংবাদিক ইউনিয়ন গত ৩ জুন বেলা ১ টায় বিশেষ সাধারণ পরিষদের সভা আহবান করে নোটিশ জারি করেন।
গত ৩ জুন প্রেসক্লাবে আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে বেলা ১ টায় সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২৬ জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত দেন। অধিকাংশ সদস্য বলেন, যেহেতু আদালত কোন আদেশ প্রদান করেননি এবং নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়েছেসেহেতু অতিদ্রুত নির্বাচন করতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠন সাবেক সভাপতি শেখ আবু হাসানকে আহবায়ক করে ৫ সদস্যদের এডহক কমিটি গঠন করা হয়। এসময় এডহক কমিটির সাথে পরামর্শ করে সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু কে আহবায়ক করে তিন সদস্যদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি ২২ জুন২০২৪ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১৩ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্ধীয় নির্বাচিত হয়েছেন। বিশেষ সাধারণ পরিষদের সভার রেজুলেশনসহ যাবতীয় সকল তথ্যবালি শ্রম অধিদপ্তর, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়েছে।