স্থানীয় সংবাদ

খুলনার জোড়াগেট কুরবাণীর পশুরহাটে এসেছে বড় গরু সাদা-কালো

দাম হাকা হচ্ছে ১৩ লাখ টাকা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সর্ববৃহৎ কুরবাণীর পশুরহাট নগরীর জোড়াগেট কুরবাণীর পশুরহাট। খুলনা সিটি কর্পোরেশন এ হাটটি পরিচালনা করছে। এ হাটে দু’শত গরু এবং ছাগল এসেছে। ধারাবাহিকভাবে আরো আসছে। ওই হাটে আনা সবচেয়ে বড় গরুর নাম রাখা হয়েছে সাদা-কালো। দাম হাকা হচ্ছে ১৩ লাখ টাকা। গরুর মালিক জামাল মোল্লা। তিনি নড়াইল জেলার তারাপুর গ্রাম থেকে একটি গরু নিয়েই বৃহস্পতিবার সকালে এসেছেন। হাটের সবচেয়ে বড় গরু হওয়ায় উৎসুক জনতা ভীড় করছে। তিনি বলেন, তিনি এ গরুটি নিজ বাড়িতে রেখে লালন পালন করেছেন। ভূষি, কাঁচা খাস খেয়ে তাকে পারিবারিক আদরেই বড় করে তুলেছেন। তার বয়স এখন চার বছর। বাড়ীর সবাই তাকে সাদা-কালো নাম ধরে ডাকতো। ওজন ২২ মণ। তিনি বলেন, গরু নিয়ে আসতে পথে কোন ঝামেলা বা হয়রানী হতে হয়নি। ৬০ হাজার টাকার ছাগল গতকাল ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানান ব্যাপারী আজিজুল ইসলাম। এ হাটে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ছাগল এসেছে দু’শতাধিক। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত হাটে ২৮টি পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ১১টি গরু ও ১৭টি ছাগল। হাসিল আদায় হয়েছে ৫৬ হাজার ৩শত৫০ টাকা বলে সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান জানান। তবে হাটে বড় ছোট অনেক গরু এসেছে। আজ শুক্রবার নাগাদ হাট পুরোদমে জমে উঠবে বলে আশাবাদী বাজার সুপার আঃ মাজেদ মোল্লা। এষ্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার বলেন, ব্যাপারীতে গরু রাখতে কোন ধরনের যাতে অসুবিধা না হয় সে জন্য সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতোমধ্যে একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকীগুলো আজ শুক্রবার করা হবে বলে তিনি জানান। সন্ধ্যায় সিটি মেয়র তালুকদার আঃ খালেক হাট পরিদর্শনে আসেন।
এছাড়া বিকেলে ফুলবাড়িগেট ও তেলিগাতী বাইপাস সড়কে ব্যাপারীদের গরু বোঝাই নছিমন দুর্বৃত্তরা আটকে রেখে অন্য বাজারে নেয়ার চেষ্টা করে। না যাওয়ায় তাদের মারধর করে বলে ব্যাপারী আব্বাস শেখ ও রবিউল মোল্লা অভিযোগ করেন। তারা বলেন, ১০/১২ জনের একদল যুবক জোড়াগেটে নয় আমাদের হাটে যেতে হবে বলে জোরাঝুরি করে। এ সময় তারা তা না শুনার কারণে তাদের মারধর করে বলে তারা অভিযোগ করেন। বিষয়টি তারা বাজার সুপার আঃ মাজেদ মোল্লাকে অবগত করান ব্যাপারীরা। মাজেদ মোল্লা তাৎক্ষণিক আড়ংঘাটা থানার ওসির সাথে বিষয়টি নয়ে মোবাইলে যোগাযোগ করেন বলে মাজেদ মোল্লা জানান। ওসি কাজী কামাল হোসেন জানান, বিষয়টি শোনার পর অফিসার ফাঠানো হয়। তবে দুর্বৃত্তদের কাউকে পাওয়া যায়নি বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button