মালয়েশিয়ায় চাকুরীর প্রলোভনে চার লক্ষাধিক টাকা আত্মসাত : মামলা
যশোর ব্যুরো ঃ ভাল বেতনে মালয়েশিয়াতে নিয়ে যাবার কথা বলে ৪ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত ১৬ জুন গভীর রাতে যশোর কোতয়ালি থানায় মামলাটি করেন, সদর উপজেলার আলমনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম। মামলায় আসামী করেন, কুমিল্লা জেলার লালমাই থানার হাপানিয়া আলীসরায় গ্রামের মেহের আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মাসুদ রানা,তারস্ত্রী মোছাঃ রহিমা আক্তার ও ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট কুমিল্লা একাউন্ড হোল্ডার মাসুক মিয়া।
মামলায় বাদি উল্লেখ করেন,তার ছেলে রাসেলকে মালয়েশিয়ায় পাঠাবে বলে গত বছরের ৯ জুন হতে ৬ আগষ্ট পর্যন্ত আসামীরা যোগসাজসে বাদির বাড়ি হতে নগদ ১লাখ টাকা ও ইসলামী ব্যাংকের মাধ্যমে বাকী ৩ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদির ছেলেকে মালয়েশিয়ায় পাঠাতে পারবেনা ও টাকা ফেরত দিবে না বলে আসামীরা হুমকী দিয়ে টাকা আত্মসাত করেন। বাদি উপায়ন্তর না পেয়ে কোতয়ালি থানায় মামলা করেন।