খুলনায় বিআরটিএ’র অভিযান ১৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা
১১ হাজার টাকা জরিমানা ও ৮ টি হাইড্রলিক হর্ন অপসারন
সাইফুল্লাহ তারেক, আটরা গিলাতলা প্রতিনিধি ঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনা সার্কেল অবৈধ যানবাহেনর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিষ্টেট মিজবাহউদ্দীন গতকাল আফিলগেটে অভিযান পরিচালনা করেন । এসময় ১৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ১১ হাজার টাকা জরিমানা ও ৮ টি হাইড্রলিক হর্ন অপসারন করেন। বিআরটি সহকারি পরিচালক প্রকোশলী তানভির আহম্মেদ , মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের তদারকিতে কেএমপি খানজাহান আলী থানার এসআই ও আফিলগেট পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই অয়ন তির্থ পাইক সহ সঙ্গীয় অফিসাররা এ সময় সহযোগিতা করেন। অভিযানে রেজিস্ট্রেশন ফিটনেসবিহীন গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোসহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ১৬ টি যানবাহনের বিরুদ্ধে মামলা ১১ হাজার টাকা জরিমানা ও ৮ টি হাইড্রলিক হর্ন অপসারন করেন