স্থানীয় সংবাদ

যশোরে শিশু ধর্ষণের ঘটনায় পিতা গ্রেপ্তার

যশোর ব্যুরো ঃ এক জন্মদাতা কুলাঙ্গার নরপিশাচ পিতা তার মাদ্রাসা পড়–য়া শিশু মেয়ে (১১ ) কে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,ধর্ষিতা শিশু মেয়ের ছোট চাচা যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ,৭নং ওয়ার্ড এর আনছার আলীর ছেলে শান্ত ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আসামী করেন, শিশুটির পিতা ও বাদির বড় ভাই সিরাজুল ইসলাম। পুলিশ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ভাড়া বাসা হতে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার ২৮ জুন দুপুরে আদালতে সোপর্দ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শিশুটিকে শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলায় বাদি উল্লেখ করেন,সিরাজুল ইসলাম তার আপন বড় ভাই । তার মেয়ে শংকরপুর জান্নাতুল মাওয়া কওমী মহিলা মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী। পিতা মেয়ে এক সাথে বাড়িতে থাকে। গত ১৩ জুন মাদ্রাসা থেকে ঈদুল আযহা ছুটিতে বাদির ভাতিজি বাড়িতে এসে তার বাবার সাথে থাকাকালীন গত ১৫ জুন রাত অনুমানি সাড়ে ১২ টার সময় ঘুমন্ত শিশু মেয়েকে পিতা জেগে তুলে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক পরনের স্যালোয়ার খুলে ধর্ষন করে। পরের দিন রাত ৮ টায় তার ছোট চাচীকে ঘটনা জানায়। পরে পরিবারের লোকজন জানার পর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার পিতার অপকর্মর কথা জানায়। সিরাজুল ইসলামকে বাদি জিজ্ঞাসাবাদ করলে নরপিশাচ সিরাজুল ইসলাম চুপ থাকার এক পর্যায় পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর শুক্রবার দুপুরে শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button