যশোরের পল্লীতে এক বিধবা নারীর জমি দখলের জন্য হামলা
# টাকা স্বর্ণালংকর লুটের ঘটনায় মামলা #
যশোর ব্যুরো ঃ এক বিধাব নারী ও তার দুই মেয়েকে জমি জায়গা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসীরা খুন জখমের হুমকী দিয়ে আসার এক পর্যায় পথের গতিরোধ করে মারপিট ও কুপিয়ে জখম করেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার ২ জুলাই সকালে যশোর কোতয়ালি থানায় ৪ আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ পূর্বক মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের কাউদিয়া গামের মৃত গোলাম হোসেনের স্ত্রী ও মুনসুর আলী মন্ডলের মেয়ে মোছা রেহেনা বেগম। মামলায় আসামী করেন, প্রতিবেশী মৃত জলিল বিশ^াসের ছেলে আবুল হোসেন,মৃত রাশেদ ওরফে নওশের আলীর ছেলে শরাফত হোসেন, আবুল হোসেনের ছেলে টিটুল হোসেন ও শরাফত আলীর ছেলে রানাসহ অজ্ঞাতনামা আরো ২/৩জন।
মামলায় বিধবা উল্লেখ করেন,তার স্বামী মারা যাওয়ার পর থেকে আসামীরা তার স্বামীর নামীয় জমি জোর করে জবর দখল করে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। ইতিপূর্বে আসামীরা কিছু জমি জবর দখল করে নেয়। উক্ত বিষয় নিয় আসামীদের সাথে বাদির পূর্ব হতে শত্রুতা ও দ্বন্দ্ব চলে আসছে। আসামীরা বাদি ও তার মেয়ে রুমা ও রিমা খাতুনকে বিভিন্নভাবে হুমকী প্রদর্শনসহ মারপিট নির্যাতন করে থাকে। গত ২৭ জুন রাত অনুমান ৯ টার সময় বাদি জনৈক বাদল হোসেনের নিকট হতে তার পাওনা ১০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে কাউদিয়া গ্রামের জনৈক বাবুল হোসেনের বাড়ির সামনে পৌছালে উল্লেখিত আসাসীরা পূর্ব আক্রোশে পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির পথরোধ করে। পরে সকলে আক্রমন করে। এসময় ধারালো দা দিয়ে ও লোহার রড এবং লাঠি দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে। বাদি ডাক চিৎকার দিলে তার মেয়ে রুমা ও রিমা খাতুন ঠেকাতে এলে তাদেরকেও মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। আসামীরা বাদির কাছে থাকা নগদ ১০ হাজার টাকা গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বাদি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা বাদিও তার পরিবারকে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন বাদি ওতার মেয়েদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।