স্থানীয় সংবাদ
খুলনা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রিয়াজের বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর বড় ভাই হাবিবুর রহমান খান (৮৫) বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর নাজিরঘাটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ যোহর দারুল উলুম মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এদিকে, সাংবাদিক আসাদুজ্জামান খান রিয়াজ এর বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।