যশোরে ট্রাকের ধাক্কায় এক নারীর করুণ মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর নড়াইল সড়কের ধলগা রাস্তায় ট্রাকের ধাক্কায় হীরা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । ৫ জুলাই শুক্রবার সকাল ৯ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ট ১৪-৭২১৪ ঘটনাস্থলে পৌঁছুলে গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের সোহাগ কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত ঢাকাগামী যাত্রীদের মধ্যে হিরা খাতুন (৪০) ঘটনাস্থলে নিহত হয়। তিনি বাঘারপাড়া উপজেলার গলগলিয়া গ্রামের বাসিন্দা।
অপর দিকে কাউন্টারে থাকা অন্তত ১০ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা মেডিসিনে আগুন লেগে যায় । সংবাদ পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সড়কটিতে যানজট সৃষ্টি হলে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ও বাঘারপাড়া থানা পুলিশ নিয়ন্ত্রণে আনেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হীরা খাতুনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।