কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ কলাপাড়ায় পঁচা, বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্টকে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ৭ মুদি দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বুধবার দুপুরে পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা এবং নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলোঃ অতিথি হোটেল এন্ড সুইটস ১৫ হাজার, নিউ ঢাকা হোটেল ৫ হাজার, আল মদিনা হোটেলস ১০ হাজার, নুর স্টোর ৩ হাজার, আকন ট্রেডার্স ২ হাজার, মা স্টোর ২ হাজার, বায়জিদ স্টোর ২ হাজার, খেপুপাড়া স্টোর ৫ হাজার, ফিরোজ ৫ হাজার, জুযেল পোলট্রি ৫ হাজার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যলয়’র উপ-পরিচালক অপুর্ব অধিকারী, ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়া, সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ। পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রন রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।