মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা : কতিথ স্বামী পুলিশ হেফাজতে
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে বিরোধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া আক্তার (২২) নামের একজন গৃহবধু আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে মোংলা উপজেলা হাসপাতাল থেকে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ওই গৃহবধুর লাশের সুরতহাল করেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পুলিশ লাশের ময়না তদন্ত করতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আর বিবাহের বৈধতা দেখাতে না পারায় তানিয়ার কতিথ স্বামী নাইম শেখ কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গৃহবধুর স্বামী পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, চট্রগামে গার্মেন্টে চাকুরী করা কালিন তানিয়া আক্তারের সাথে মোবাইলের মাধ্যমে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম আমুরবুনিয়া গ্রামের কামাল সেখের ছেলে নাইম সেখের প্রেম হয়। আর এই প্রেমের সুত্রধরে গত ৭ মাস আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা আমুরবুনিয়া গ্রামেই বসবাস করছিল। সম্প্রতি তানিয়া আক্তার স্বামীর সাথে আবার চট্রগ্রামে গার্মেন্টে চাকুরীতে যাবে বলে স্বামীকে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বামী চট্রগামের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে স্ত্রী তানিয়া ঘরে ঢুকে দরজা লাগিয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে পড়ে। বিষয়টি তানিয়ার শ^াশুড়ী মমতাজ বেগম দেখতে পেয়ে দ্রুত দরজা খুলে ডাক-চিৎকার দেয়। পরে আড়া থেকে তানিয়াকে নামিয়ে পাশ^বর্ত্তি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং মোংলা থানাকে অবহিত করেন। লাশের সুরতহাল প্রস্তুুতকারী মোংলা থানার এসআই মেরাজুল ইসলাম বলেন, স্বামী নাইম শেখ তার বিবাহের কোন বৈধতা দেখাতে পারছেনা। এমনকি তানিয়া আক্তারের পিতা-মাতা বা তাদের ঠিকানাও জানাতে পারছেনা। এ কারনে স্বামী নাইম শেখ কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি মোড়েলগঞ্জ থানা এলাকায়। মোংলা হাসপাতাল থেকে খবর পেয়ে আমরা তানিয়ার মৃতদেহ হেফাজতে নিয়ে লাশের সুরতহাল করেছি। আর তানিয়ার স্বামী নাইম শেখ তার বিবাহের কোন কাগজপত্র দেখাতে না পারায় এবং স্ত্রীর পিতা-মাতার ঠিকানা বলতে না পারায় ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ কারনে নাইম কে পুলিশ হেয়াজতে নেয়া লাশের ময়না তদন্ত করতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।