স্থানীয় সংবাদ

দেশের চলমান সমস্যায় মানুষের জানমাল রক্ষায় ও জনস্বার্থে নৌবাহিনী ও মাঠে কাজ করছে :মোংলায় নৌ-বাহিনী প্রধান

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, দেশের চলমান সমস্যা মেকাবেলায় গত ২০ জুলাই সশস্ত্র বাহিনী মোতায়েনের পরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। খুব দ্রুতই জন-জীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মোংলা বন্দরসহ অত্র এলাকায় নৌবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নৌবাহিনীর খুলনা অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান। নৌবাহিনী প্রধান আরো বলেন, দেশের স্বার্থবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্রবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকা-ের গতি বেড়েছে উল্লেখ করে তিনি বলেন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলা বন্দর ও সংলগ্ন ইপিজেড, এলপিজি জোন, পাওয়ার গ্রিডের মতো গুরুত্বপূর্ণ এসব স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিরি উন্নতির জন্য গণমাধ্যম ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন। নৌবাহিনী প্রধান বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দায়িত্বশীল মিডিয়ার কোনো বিকল্প নেই। তাই আপনারা উন্নয়ন-অগ্রগতিসহ সার্বিক কার্যক্রমে আমাদের সহায়তা করবেন। প্রেস ব্রিফিংকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হাসান, পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান মোংলা উপজেলা নির্বাহী কর্মবর্তা নিশাত তামান্ন উপস্থিত ছিলেন

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button