স্থানীয় সংবাদ

সাবেক হুইপ মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী আজ

আ’লীগের কর্মসূচী

স্টাফ রিপোর্টার ঃ শনিবার খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও হুইপ এস এম মোস্তফা রশিদকে সুজা-এর মৃত্যুবার্ষিকী। মোস্তফা রশিদকে সুজা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। মোস্তফা রশিদীর জন্ম ২ মার্চ ১৯৫৩ সালে বাগেরহাটের ফকিরহাটে। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে তিন দফায় খুলনা-৪ আসন এর নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। ১৯৭৭ সালে প্রথম পৌর কমিশনার নির্বাচিত হন। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনের সময় তিনি মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ১৯৮৬ সালের পর জেলা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হন। ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে তিন দফায় খুলনা-৪ আসন (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই নেতা। এরপর তিনি ১৯৯১ সালে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৯৬ সালে সরকার দলীয় হুইপ ছিলেন তিনি। ২৭ জুলাই ২০১৮ সালে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই শনিবার সকাল ৯টায় টুটপাড়ায় কবর জিয়ারত, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং কোরআন খানি, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা। উল্লিখিত কর্মসূচিতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা, উপজেলা ও ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ এবং মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর ও চেয়ারম্যানকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button