বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশব্যাপী এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যকে হত্যা এবং দেশব্যাপী লুটতরাজ, আমাদের গৌরবের প্রতীক মেট্রোরেল, বিটিভি ভবন, দুর্যোগ ভবন, সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার মতো আধুনিক স্থাপনাগুলো অগ্নিসংযোগ,ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে। এই সকল দেশদ্রোহীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৮ শে জুলাই রবিবার, বেলা ১২.৩০ মিনিট জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাড: কাজী বাদশা মিয়া, সঞ্চালনা করেন এ্যাড: এস এম তারিক মাহমুদ তারা এবং প্রধান অতিথি ছিলেন এ্যাড: মো: সাইফুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এ্যাড:পারভেজ আলম খান, এ্যাড:এনামুল হক, এ্যাড:কে,এম ইকবাল হোসেন, এ্যাড:নবকুমার চক্রবর্তী, এ্যাড:বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড:মীনা মিজানুর রহমান, এ্যাড:নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড:নিমাই চন্দ্র রায়, এ্যাড:শিকদার হাবিবুর রহমান, এ্যাড:আরিফ মাহমুদ লিটন, এ্যাড:হিমাংশু চক্রবর্তী, এ্যাড: সমর চন্দ্র মন্ডল, এ্যাড:তমাল কান্তি ঘোষ, এ্যাড সেলিনা আক্তার পিয়া, এ্যাড:আনোয়ারা মমতাজ আন্না, এ্যাড:সমীর ঘোষ, এ্যাড:এম এম মাসুদ আলী, এ্যাড:ফরিদ আহমেদ, এ্যাড:গাজী রাজু আহমেদ, এ্যাড:আক্তারুজ্জামান খান জীবন, এ্যাড হেমন্ত কুমার সরদার, এ্যাড:সন্দীপ রায়, এ্যাড:ইলিয়াস খান, এ্যাড:আহাদুজ্জামান, এ্যাড:ফারজানা সেতু, এ্যাড: শাফায়েত হোসেন, এ্যাড রোজিনা জেসমিন, এ্যাড:ফাল্গুনী ইয়াসমিন মিতা, এ্যাড রেহেনা চৌধুরী, এ্যাড:নাসরিন নাহার পেস্তা, এ্যাড:আখতারুন্নেছা তিতাস, এ্যাড:শিউলি আক্তার লিপি, এ্যাড মোল্লা আবেদ আলী, এ্যাড:তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড:আইয়ুব হোসেন, এ্যাড শেখ আশরাফ আলী পাপ্পু, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:নাহিদ রাসেল, এ্যাড:শাম্মী আখতার, এ্যাড রোজানা তানহা, এ্যাড:নওশীন বর্ষা, এ্যাড:শিউলি সেরনিয়াবাদ, এ্যাড:নুরুন্নাহার লাকি, এ্যাড:নাজিয়া বর্না, এ্যাড:আফরোজা রোজি, এ্যাড রোকেয়া খানম, এ্যাড:অশোক গোলদার, এ্যাড হোসনে আরা, এ্যাড:মির্জা নুরুজ্জামান, এ্যাড:শামীম আহমেদ পলাশ, এ্যাড:শাহারা ইরানি পিয়া, এ্যাড:আব্দুল আজিজ, এ্যাড:আশরাফুল আলম, এ্যাড:রকিবুন ইসলাম মিন্টু, এ্যাড খোরশেদ আলম, এ্যাড:আব্দুল কুদ্দুস, এ্যাড:জিয়াদুল ইসলাম, এ্যাড:রথীন্দ্রনাথ সরদার, এ্যাড:শিলা মনি, এ্যাড:শিল্পি মনি, এ্যাড মো: সাজ্জাদ হোসেন, এ্যাড:রিমা খাতুন এনি, এ্যাড মেহেদী হাসান, এ্যাড:আব্দুল্লাহ আল মামুন, এ্যাড:রামপদ, এ্যাড:গাজী আনোয়ার, এ্যাড শেখর দেবনাথ, এ্যাড:আব্দুল জলিল, এ্যাড মো: একরামুন কবির, এ্যাড:মো: মতিয়ার রহমান, এ্যাড:দূর্গাপদ বাওয়ালী, এ্যাড:তাপস কুমার রাহা, এ্যাড:ইশ্বর চন্দ্র সানা, এ্যাড:পলাশী মজুমদার, এ্যাড:ইন্দ্রজিৎ শীল সহ কার্যনির্বাহ পরিষদের এ্যাড: কে,এম মিজানুর রহমান, এড: শিরিন আক্তার পপি, এড: কাজী সাইফুল ইমরান, এড: মো: আসাদুজ্জামান গাজী মিল্টন, এড: ওমর ফারুক রনি, এড: সরদার আশরাফুর রহমান দিপু, এড: এস,এম আব্দুস সাত্তার, এড: প্রজেশ রায়, এড: মো: মনিনুর ইসলাম মনির,্ এড: সাবিরা সুলতানা হ্যাপি, এড: খাদিজা আক্তার টুলু সহ আরো অনেকে।