স্থানীয় সংবাদ
কোটা আন্দোলনে হতাহতদের শান্তি কামনায় কামনায় বিশেষ প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি ঃ কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে আজ সন্ধ্যা ৭টায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন নারায়ণ চন্দ্র দাস, দুলাল সরকার, দীলিপ দেবনাথ, সাধন রায়, পরিমল দাস, জয় কৃষ্ণ ম-ল, হরিপদ দাস, পরমাংশু সরকার, দীনবন্ধু পাল, তাপস তালুকদার, কার্ত্তিক সরকার, অনুপ সরকার, পলাশ শীল, মনোজ দাস, মনতোষ তালুকদার, মন্দিরের পুরোহিত মহেশ চক্রবর্ত্তী প্রমুখ।