স্থানীয় সংবাদ

নগরীতে সিডাব্লিউএফ এলায়েন্সের স্টকহোল্ডার ম্যাপিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ ‘জয়েনিং ফোরসেস : সিভিল সোসাইটি অরগানাইজেশনস এন্ড মিডিয়া ফর অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ’ প্রকল্পের স্টেকহোল্ডার ম্যাপিং সংক্রান্ত এক সভা সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গাস্থ সিডাব্লিউএফ এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিক্যাল-১৯’র সহযোগিতায় সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ) এ সভার আয়োজন করে।
সভায় শুভেচ্ছা বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করেন কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডাব্লিউএফ)’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। সভায় সভাপতিত্ব করেন ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস)’র নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট এনজিও, সিএসও ও সিবিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ ও প্রকল্পের সকল পর্যায়ের স্টাফবৃন্দ।
সভায় প্রকল্প ও স্টেকহোল্ডার ম্যাপিং সর্ম্পকিত বিস্তারিত তথ্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করেন সিডাব্লিউএফ এর পরিচালক ও সিডাব্লিউএফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক। সমগ্র সভাটি সঞ্চালনা করেন সিডাব্লিউএফ এলায়েন্স এর এডভোকেসি ও কমিউনেকেশন অফিসার ইভানা আফরিন।
উল্লেখ্য, প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও উন্নয়ন, নারী নির্যাতন ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সাংবাদিকদের উপর সহিংসতা নিরসন, লক্ষিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বিভিন্ন ইস্যুভিত্তিক সচেতনতা প্রদান, বিভিন্ন শ্রেণীর স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি ও কোলাবোরেশন, লক্ষিত জনগোষ্ঠীকে সমাজের মূল¯্রােতে অর্ন্তভূক্তিকরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়নের জন্য দাতা সংস্থার সাথে জানুয়ারী ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে। প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে যথাক্রমে কমিউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন (সিডাব্লিউএফ), ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) ও দৈনিক প্রবাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button