যশোরে স্বামী শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

# গৃহবধূ প্রিয়ন্তী হত্যার অভিযোগ #
যশোর ব্যুরো ঃ যশোর শহরের চুড়িপট্টির গৃহবধূ প্রিয়ন্তী দেকে হত্যার অভিযোগে স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার নিহতের পিতা খুলনা রূপসার তালিমপুর গ্রামের দিলীপ চন্দ্রদে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ ঘটনায় থানায় কোন মামলা হয়েছে কিনা হলে প্রতিবেদনসহ ৭ কার্যদিবসের মধ্যে আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলো, নিহতের স্বামী শহরের চুড়িপট্টির নয়ন দে, শ্বশুর নিতাই লাল দে, শাশুড়ি শীলা রাণী দে ও ননদ টুম্বা রাণী দে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১৩ জুলাই আসামি নয়ন প্রিয়ন্তীকে অপহরণ করে বিয়ে করে ছিল। সামাজিক মানসম্মানের ভয়ে তিনি পরে এই বিয়ে মেনে নেন। কিন্তু বিয়ের পর অন্য আসামিদের ইন্দনে নয়ন যৌতুকের দাবিতে প্রিয়ন্তীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নয়ন বেকার ছিলো। বিষয়টি জানতে পেরে চুড়িপট্টিতে দোকান পরিচালনার জন্য তাকে নগদ টাকা দিয়েছিল তার শ্বশুর। এরপরও যৌতুকের জন্য প্রিয়ন্তীর ওপর নির্যাতন চালাতেন নয়ন। গত ১৩ জুলাই সকালে প্রিয়ন্তীর মা দিপালী রানী দে-কে মোবাইল ফোন করে নয়নের পিতা নিতাই লাল দে জানায়, তার মেয়ে গ্যাস্ট্রিক জনিত কারণে অসুস্থ হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ খবর পেয়ে দিলীপ চন্দ্র দে যশোরে এসে হাসপাতালের মর্গে মেয়েকে পায়। আসামিরা তাকে জানায়, প্রিয়ন্তী বিষপানে আত্মহত্যা করেছে। পরবর্তীতে বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে দিলীপ চন্দ্র দে জানতে পারে, তার মেয়েকে আসামিরা হত্যার পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে তিনি আাদলতে এ মামলা করেছেন।