স্থানীয় সংবাদ

দৌলতপুর ঋষিপাড়া মোড়ে সামান্য বৃষ্টিতে হাঁটুজল

স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ
সংশ্লিষ্টরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের জন্য ইতোমধ্য টেন্ডার আহবান করা হয়েছে

মো. আশিকুর রহমান : খুলনায় দিন জুড়ে হালকা মাঝারী এবং মাঝে মধ্য ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিমা বায়ু সক্রিয় থাকা গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার (২ আগষ্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলনায় ৪৭ মি:মি: রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস। শুক্রবার (২ আগষ্ট) সকালে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীর দৌলতপুর ঋষিপাড়ার মোড়ে হাঁটুজল পানি জমে। বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতার কারণে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, ৫ নং ওয়ার্ডের আঞ্জুমান সড়ক হয়ে ঋষিপাড়া মোড় পর্যন্ত সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুজল পানি জমে। কেসিসির বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের উন্নয়নের কাজ চললেও আঞ্জুমান সড়ক হয়ে ঋষিপাড়া মোড় পর্যন্ত কোন উন্নয়নের কাজ হয়নি। বিশেষ করে রাস্তার তুলনায় বাড়িঘর উচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু জল জমে। স্থানীয় বাসিন্দাদের কাছে সড়কটি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়।
কেসিসি ৫ নং ওয়ার্ড সূত্রে জানা গেছে, দৌলতপুর মীনাক্ষীর মোড় হতে ঋষিপাড়া মোড় অ্যাপেলের বাড়ি পর্যন্ত বর্ষাকালে যে জলবদ্ধতা হয়, তা নিরসনের লক্ষ্যে ইতিমধ্যেই নতুন করে ড্রেন নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন করে ড্রেন নির্মাণ হলে আর কোন জলাবদ্ধতা থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঋষিপাড়া মোড়ের ব্যবসায়ী লুৎফর রহমান জানান, বিগত কয়েক বছর ধরেই সামান্য বৃষ্টি হলে আমাদের এই মোড়টিতে হাঁটুজল পানি জমে। বর্তমানে এই এলাকায় বাড়িঘর উচু হওয়ার কারণে রাস্তা নিচু হয়ে গেছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় । রাস্তা দিয়ে চলাচলসহ ব্যবসা পরিচালনা করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। চা বিক্রেতা বিদ্যুৎ জানান, সামান্য বৃষ্টি হলে আমাদের এই মোড়ে হাটু সমান জল জমে। এই সড়কটি দৌলতপুরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক। সড়ক ধরে ইজিবাইক, রিক্সা, ভ্যান সারাদিন ছোটাছুটি করে। মোড়টিতে এত পরিমানে জলবদ্ধতা দেখা দেয়, তখন চলাচলের আর কোন উপায় থাকে না। আমরা ব্যবসায়ীরা অসহায় পড়ি। এলাকার বাসিন্দা ফিরোজ জানান, ৫ নং ওয়ার্ডের আঞ্জুমান সড়ক হয়ে ঋষিপাড়া মোড় পর্যন্ত সামান্য বৃষ্টি হলেই সড়কে হাঁটুজল পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয় । কেসিসির বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ও ড্রেনের উন্নয়নের কাজ চললেও আঞ্জুমান সড়ক হয়ে ঋষিপাড়া মোড় পর্যন্ত কোন উন্নয়নের কাজ হয়নি দীর্ঘদিন ধরে । বিশেষ করে রাস্তার তুলনায় বাড়িঘর উচু হওয়ার কারণে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু জল জমে। এই সড়কটি চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার দরুন জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী জানান, এখন বৃষ্টি হলে কোথাও আর পানি জমছে না।কারন কয়েকদিন ধরে প্রতিটি ড্রেন পরিষ্কার করা হয়েছে। ড্রেন পরিষ্কার করার কারণে পানি নেমে যাচ্ছে। তাছাড়া মীনাক্ষীর মোড় হতে ঋষিপাড়া অ্যাপেলের বাড়ি পর্যন্ত ইতোমধ্য ড্রেনের কাজের টেন্ডার সম্পূর্ণ হয়েছে। এ কাজ সম্পূর্ণ হলে জলবদ্ধতার আর কোন সমস্যা থাকবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button