২৭নং ওয়ার্ড আ’লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ২৭নং ওয়ার্ডের কাউন্সিল অফিসে ওয়ার্ড কার্যকরী কমিটি এবং সহযোগী সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদককে নিয়ে শনিবার সন্ধ্যা সাতটায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক শেখ এশারুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত সাহা, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আলী আকবর, মোঃ হায়দার আলী, কামরুজ্জামান জুয়েল, মেহেদী হাসান, মোহাম্মদ আলী, মহিদুল ইসলাম শান্ত, মোরশেদা দেলোয়ার মলি, আরমিন সুলতানা জুই সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।