ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন ও জ্বালানী তেল পরিবেশক সমিতি সভা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে জ্বালানী তেল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ গফ্ফার বিশ্বাস। সভায় অংশ নেন বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশনের কার্যকারী সভাপতি আলহাজ্ব এম মাহাবুব আলম, জ্বালানী তেল পরিবেশক সমিতির কার্যকারী সভাপতি আসিফুল হক অনি, সাঃ সম্পাদক আলহাজ্ব মোড়ল আঃ সোবহান, ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশনের সাঃ সম্পাদক সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, যুগ্ম সম্পাদক শেখ মিজানুর রহমান, গাজী মামুনুর রশীদ, মারুফ দিদার, হুমায়ুন কবির, শেখ তারেক, এমদাদ ইবনে হাবিব, শেখ আমানত, সামসুল আলম মিল্টন, শেখ সাদী, রফিকুল ইসলাম মিন্টু, মীর মোকসেদ আলী, আবুল কালাম কাল্লু, আলি আজিম, মিজানুর রহমান মিজু, জাকির হোসেন, সোহেল মীর, বারেক, আবু হানিফ, সবুজ শেখ প্রমূখ। সভা পূর্বে নেতৃবৃন্দ পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো পরিদর্শন করেন। ডিপো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিপো ইনচার্জদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।