স্থানীয় সংবাদ

মোড়েলগঞ্জে নিজ বাড়ি থেকে ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে পরিক্ষিত চন্দ্র মিস্ত্রি (৫০) নামের একজন ভ্যান শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরের দিকে সেনাবাহিনীর সহযোগিতায় থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে লাশের ময়না তদন্ত করতে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে শনিবার সকালে নিজ ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। দুই সন্তানের পিতা পরিক্ষিত মিস্ত্রী উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে প্রতি পক্ষের চাপে পড়ে পরিক্ষিত মিস্ত্রী সালিস বৈঠক এড়াতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার স্ত্রী সবিতা রানী। সবিতা রানী আরও বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিবেশী হালিম হাওলাদার ও আউয়াল হাওলাদারের সাথে ১৭ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে তাদের। একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। গত দুই দিন আগে তার স্বামীকে প্রতিপক্ষরা তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকী দিয়েছে। তার ছেলেকেও হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় চলমান প্রেক্ষাপটে প্রশাসনিক নিরাপত্তার অভাবে ৩/৪দিন ধরে আমরা অন্যের বাড়িতে ভয়ে রাত্রিযাপন করতেন। শনিরবার ভোরের দিকে সে বাড়িতে আসে আমরা অন্য বাড়িতে ছিলাম। সকাল ৭টার দিকে বাড়িতে এসে দেখি আড়ার সাথে মরদেহ ঝুলছে। (১০ আগষ্ট শনিবার) বেলা ১১ টায় বিবাদমান জমির বিষয়ে সালিশ বৈঠক হবার কথা ছিল। ওই সালীশ বৈঠকে যাবার আগে মানসিক চাপে পরিক্ষিত মিস্ত্রী আত্মহত্যা করে। এদিকে পরিক্ষিত চন্দ্র মিস্ত্রীর এ রহস্য জনক মৃত্যুর খবরে এলাকায় চলছে নানা গুঞ্জন। এটি হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশ এখনো তৎপর হয়নি। তবুও যেহেতু একটি অপমৃত্যুর ঘটনা তাই সেনাবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button