খুলনায় প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের ৬ বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপীল বিভাগের ৬ বিচারপতির পদত্যাগের দাবিতে শনিবার দুপুরে খুলনার আদালত পাড়ায় প্রতিকী ঘেরাও, বিক্ষোভ সমাবেশ, র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দেশের অন্যতম শীর্ষ মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও খুলনার সর্বস্তরের আইনজীবীদের উদ্যোগে তাৎক্ষনিক এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আইনজীবী, মানবাধিকার কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা। অ্যাডভোকেট মোমিনুল ইসলাম ও ‘অধিকার’ ও খুলনার ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, অ্যাডভোকেট আওসাফুর রহমান, অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জুলকার নাইন, অ্যাডভোকেট হুমায়ন কবীর উজ্জ্বল, অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার, অ্যাডভোকেট ফরহাদ আব্বাস, অ্যাডভোকেট আবু হোরায়রা, অ্যাডভোকেট মারুফ হোসেন, অ্যাডভোকেট আতাহার হোসেন জোয়ার্দার, অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট হিরক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফায়সাল গাজী, মো. আহাদ, মানবাধিকার কর্মী শেখ ফারুক প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার জিয়াউস সাদাত।
বক্তারা বিচার বিভাগের ক্যু’র ষড়যন্ত্রের দায়ে অবিলম্বে ফ্যাসিবাদ হাসিনা সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপীল বিভাগের ৬ বিচারপতির পদত্যাগের দাবি জানান। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ঘেরাও ও মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।