নিজ হাতে সড়কের আবর্জনা স্তূপ পরিস্কার করলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

শেখ ফেরদৌস রহমান : খুলনা নগরীতে দীর্ঘদিনের ফেলে রাখা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তূপ পরিস্কার করছেন বৈষম্য বিরোধী স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা । গতকাল নগরীর নতুন রাস্তা হতে বয়রা পর্যন্ত ব্যবসায়ি ও পথচারীদের যত্রতত্র ফেলে রাখা পলিথিন, প্লাস্টিক, প্যাকেটসহ বিভিন্ন প্রকার ময়লা পরিস্কার করেন। এসময়ে তারা হাতে গ্লোভস পরিধান করে ও হাতে শক্ত কাঠের খুন্তা দিয়ে খুছে খুটে এসব পরিস্কার করেন। যা এখনও পযন্ত সিটি কর্পোরেশনের থেকে এমন সুন্দর পরিচ্ছন্নতা করতে দেখা যায়নি। পাশাপাশি এসব বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দেখা গেছে সড়কের পাশে দৃষ্টি নন্দন দেয়াল লিখন, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বহুমুখি জনকল্যাণ মূলক কাজ করাকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষেরা। এছাড়া তাদের এমন মহৎ উদ্দ্যেগে প্রশংসায় ভাষছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে কথা হয় ব্যাবসায়ি মোঃ রমিজ উদ্দিন এর সাথে তিনি বলেন, গেল কয়েকদিন যাবৎ দেশের যে সংকট এমন সময়ে থানায় নেই পুলিশ, বের হচ্ছেনা সিটি কর্পেরেশনের পরিচ্ছন্নতা কর্মিরা। সড়কে দায়িত্ব পালন করছেনা ট্রাফিক পুলিশ। সারাদেশে শুরু হয়েছে লুটতারাজ,ডাকাতি,ছিনতাই এসময়ে যে আমার দেশের তরুণরা এগিযে এসে সব কিছুর হাল ধরেছে। এসব কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।তারা যেন এ দেশের সিস্টেম বদলে দিয়ে নতুন এক সুন্দর ঐক্য,সাম্য শান্তি সমৃদ্ধ এক দেশ উপহার দিতে পারে। এছাড়া গতকাল দেখলাম আমাদের এসব শিক্ষার্থীরা বিভিন্ন বাজার ঘাট তদারকি করছে। কোন চাঁদাবাজ বা সিন্ডিকেট নেই। এভাবে চলতে থাকলে নিত্য পণের বাচার আরও স্বাভাবিক হবে। এ বিষয়ে কথা সরকারী বিএল কলেজে শিক্ষার্থী ইফতেখার ইসলাম ইফতির সাথে তিনি বলেন, ছাত্র সমাজ নিজ উদ্দ্যোগে সড়কের পাশে দীর্ঘদিনের ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করছে। আমরা সবই যদি সচেতন হতে পারি তাহলে সড়কের পাশে আর ময়লা বা আবর্জনার স্তূপ থাকবেনা। পাশাপাশি আমরা বলব বদলৈ যাওয়া স্বাধীন দেশে আর থাকনো কোন বৈষম্য মত বিরোধ পরিশেষে আমরা সবাই আমরা। আমরা বাংলাদেশী এই আমাদের দেশ এই আমাদের পরিবার। আমরা রাগের বসত কারো মাথা ফাটিয়ে দিবনা। এছাড়া কিছু সুযোগ সন্ধানি রয়েছে যারা লুটপাট, ডাকাতি, ছিনতাই করছে এরা কোন ছাত্র না । এরা হলেঅ দেশের শত্রু। এদরেকে আমরা শক্ত হাতে দমন করব আপানাদের সকলের সহযোগীতায়। আসুন আমরা একটি নতুন দেশ গড়ি।


