স্থানীয় সংবাদ

যশোর ইছালী ইউপি’র সাবেক মেম্বরের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

যশোর ব্যুরো ঃ যশোর সদরের ৩নং ইছালী ইউনিয়নের সাবেক মেম্বার এনায়েতপুর গ্রামের ইনছার আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। হামলার সময় বাড়ির বেশ কয়েকজন সদস্যকে মারপিটও করা হয়। বর্তমানে ওই বাড়ির সদস্যরা এখন অন্যত্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। ভুক্তভোগী ইনছার আলী সাংবাদিকদের জানান, গত ৫ আগস্ট রাতে এলাকার যুবদলের সেক্রেটারি জাকির হোসেনের নেতৃত্বে খায়রুল, আশরাফুল, সবুজ, দলু, সুলতানসহ ২০/২৫ জনের একটি ক্যাডার বাহিনী তার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রথমে বাড়ির লাইট ভাংচুর চালিয়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। পরে ঘরের দরজা, জানালা ভেঙে ঘরে ঢোকে। এরপর টিভি, টিভি টলি, ফ্রিজ, আলমারী, শোকেজ, ড্রেসিং টেবিল, বেসিন, চেয়ার, টেবিল, খাট ভাংচুর করে লুটতরাজ চালায়। ঘরে থাকা নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণলাংকার, ২টি খাসি ছাগল নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে স্ত্রী সালমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মেম্বরের মেঝ ভাবি ফরিদা ইয়াসমিনকে মারপিট ও শ্লীলতাহানী করে।
সন্ত্রাসীদের ভয়ে ইনছার মেম্বারের পরিবারের সদস্যরা এখন আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছে। তার ছেলে যশোর সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী। মেয়ে চতুর্থ ছোট ছেলে দ্¦িতীয় শ্রেণিতে অধ্যায়ন করে। তারা এখন স্কুল-কলেজে যেতে পারছে না। তাদের পড়াশুনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ প্রশাসনের কাছে যেতে সাহস পাচ্ছেন না। দফায় দফায় হুমকি দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button